এক চুমুতে মূল্য দিতে হলো ২৫ লক্ষ টাকা (ভিডিও সহ)

কথায় আছে অতি চালাকের গলায় দড়ি। শতভাগ খাটি কথা। তাইতো চালাকি করতে গিয়ে এক চুমুতে খরচ হল মাত্র ২২ হাজার পাউন্ড যা বাংলাদেশী টাকায় ২৫ লাখ টাকা। যাই হোক আসল কথায় আসি, সাপুড়ে সম্পর্কে আমরা সবাই জানি, যারা শহরে কিংবা গ্রামে সাপের খেলা দেখিয়ে বেড়ায়। ছোট বেলায় সাপের খেলা দেখা অনেকেরই পছন্দের বিষয় ছিল। অনেকে আবার অতি উৎসাহিত হয়ে সাপ ধরতেও যেত। যদিও আমি সাপ খুব ভয় পাই । সম্প্রতি একটি ভিডিও দেখে সাপের প্রতি আমার ভীতি আরও বেড়ে গেছে। ভিডিওটিতে দেখা যায় এক তরুনী একটি সাপকে চুমু দিতে গেলে সাপটি তার নাকে কামড় দিয়ে বসে। দুর্বল হৃদয় যাদের তাদেরকে ভিডিওটি না দেখার অনুরোধ রইল।
সাত মিনিটের ভিডিওটিতে দেখা যায়, মেয়েটি সাপুড়ের হাতে থাকা সাপটিকে চুমু দিতে গেলে সাপটি আকস্মিকভাবে তার নাকে কামড় দিয়ে বসে। মেয়েটি ব্যাথায় কাতর হয়ে সাপটিকে সরানোর অনেক চেষ্টা করে কিন্তু ব্যার্থ হয়। ভিডিওটি দেখুনঃ

Comments