বড় পর্দার ক্রিকেটার শাকিবকে দেখতে চান সাকিব আল হাসান

একজন দেশ সেরা খেলোয়াড়, আরেকজন দেশ সেরা অভিনেতা। দুইজনের নামের আগে নাম্বার ওয়ান শব্দটা বসানো অনেকটা নিয়মে পরিণত হয়েছে। দুইজনের নামের সাথেও রয়েছে মিল। একজন নিয়মিত ক্রিকেট খেলেন আরেকজন চরিত্রের প্রয়োজনে ক্রিকেটার সেজেছেন। আগামী ৮ এপ্রিল মুক্তি পাচ্ছে শাকিব খান জয়া অভিনীত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ নামের একটি চলচ্চিত্র। এ ছবিতে শাকিব খানকে দেখা যাবে একজন ক্রিকেটার এর চরিত্রে। আর সেই ছবিটি বড় পর্দায় দেখার আগ্রহের কথা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ ছবির নায়িকা জয়া আহসান এবং এই মুহূর্তে কলকাতায় অবস্থান করা সাকিব আল হাসানের সাথে ফোনে কথা হয়। আর তখনি সাকিব আল হাসান এমন আগ্রহের কথা বলেন। সাকিব আল হাসান ইউটিউবে ছবির ট্রেলারও দেখেছেন বলে জানা যায়। আসছে ৮ এপ্রিল সারা দেশে মুক্তি পাবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২। ২০১৩ সালের ১৬ অক্টোবর মুক্তি পাওয়া ব্যবসাসফল ও আলোচিত ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি সিরিজের দ্বিতীয় কিস্তি পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি। ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত এবারের প্রেম কাহিনিরও গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।শাকিব খান-জয়া আহসান ছাড়াও এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, মৌসুমী হামিদ, ওমরসানি, সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল, বীর জাদা, গুলশান আরা, ফারদিন মাহি সহ আরো অনেকে।

Comments